সরকারি চাকরি পাওয়ার উপায়, চলুন জেনে আসি সরকারি চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন।

সকল চাকরি প্রত্যাশী দের মনে একটাই প্রশ্ন কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া যায়। অনেকেই মনে করেন টাকা বা মামু খালু না থাকলে সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। কথাটা কিছুটা হলেও সত্য। কিন্তু এইটা তাদের জন্য যাদের যোগ্যতা নেই। যাদের যোগ্যতা আছে তাদের সরকারি চাকরির জন্য কোন টাকা বা মামু খালুর প্রয়োজন হয় না।
সরকারি চাকরি পাওয়ার উপায়

সরকারি চাকরি পাওয়ার উপায় কিংবা সরকারি চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে আজকের এই আলোচনায় আমরা টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যোগ্যতাকে বা কিভাবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা যায় সে ব্যাপারেও থাকবে কিছু পরামর্শ।

ভূমিকা

সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে যথাযথ যোগ্যতা সম্পন্ন হতে হবে। যোগ্যতাগুলো হল শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শারীরিকভাবে ফিট বা সুস্থ, মানসিকভাবে ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল আপনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য হলেই কেবল আপনি সরকারি চাকরি পেতে পারেন।

সরকারি চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন

বর্তমানে সরকারি চাকরি সোনার হরিণের মতো দুর্লভ যা সহজে পাওয়া যায় না। একটি মাত্র পদের জন্য হাজার হাজার প্রার্থী প্রতিযোগিতা করে থাকেন। সরকারি চাকরি পাওয়ার এই প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে।
সরকারি চাকরি পাওয়ার জন্য নিজেকে যোগ্য রূপে গড়ে তুলতে পড়াশোনার কোন বিকল্প নেই । পাশাপাশি ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। মন কথা হল সরকারি চাকরির জন্য যে বিষয়গুলোর উপর প্রশ্ন হয় সেই সকল বিষয়ের উপর আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।
মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার কোন সিলেবাস থাকে না, তবে যে বিষয়গুলোর ওপর বেশি প্রশ্ন আসে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হলো।

শিক্ষাগত যোগ্যতা কিভাবে বাড়াবেন

শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করেছে, তারাই মূলত পরবর্তীতে সরকারি চাকরি পেয়ে থাকে। আর জীবনের প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কিভাবে বাড়াবেন এছাড়া সরকারি চাকরির পাওয়ার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ।
সরকারি চাকরি পাওয়ার উপায়

অনার্সে থাকা অবস্থায় সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। অনেকে পড়াশোনা শেষ করে তারপরে চাকরির জন্য প্রস্তুতি শুরু করে, যা পরবর্তীতে তাকে হতাশাগ্রস্থ করে দেয়। অনেকেরই সময় মত পরীক্ষা না হওয়ার জন্য সেশনজট লেগে যায় ফলে তার পড়াশুনা শেষ করতে চাকরির বয়স প্রায় শেষ হয়ে যায়।
তখন বয়স নিয়ে চিন্তা করতেই তার পড়াশোনার আগ্রহ কমে যায়। দীর্ঘ সময় ধরে পড়াশোনার কারণে চাকরির পড়াশুনায় অধিকাংশ শিক্ষার্থীর অনাগ্রহ দেখা দেয় তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করতে হবে সরকারি চাকরির জন্য।
কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজভাবে বাংলা বিষয়ের প্রস্তুতি
সাধারণত বাংলা, অংক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইসব বিষয়ের ওপর প্রশ্ন হয় সরকারি চাকরির ক্ষেত্রে। ইংরেজি বিষয় থেকে গ্রামারও অন্যান্য, বাংলা বিষয় থেকে ব্যাকরণ ও সাহিত্য, গণিত থেকে বীজগণিত, পাটিগণিত ও জ্যামিত এবং সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক, খেলাধুলা ও ইতিহাস বিষয় প্রশ্ন করা হয়।
এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করলেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ।

বাংলা ব্যাকরণের প্রস্তুতি

অষ্টম এবং নবম শ্রেণীর সিলেবাস কে বেশি গুরুত্ব দেওয়া হয় সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তার অষ্টম এবং নবম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এগুলো থেকে একটা না একটা প্রশ্ন আসেই মিস হয় না।
বোর্ডে যে প্রশ্নগুলো ব্যাকরণ থেকে এসেছে সেইগুলোর সাথে সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলো আয়ত্ত করতে হবে পুরোপুরি ভাবে।
বাংলা ব্যাকরণের ওপর আরো ভালো প্রস্তুতির জন্য ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বাচ্চো ও বচন, বিরাম চিহ্ন, বাগধারা, লিঙ্গ এগুলো ভালোভাবে পড়তে হবে।এগুলোর বাইরে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দেখা যায় না। এগুলো ভালোভাবে আয়ত্ত করলে বাংলা ব্যাকরণে ভালো মার্ক পাওয়া যাবে ইনশাআল্লাহ।

বাংলা সাহিত্যের জন্য প্রস্তুতি

বাংলা বিষয়ের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ এর পাশাপাশি বাংলা সাহিত্যের জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির বাংলা বোর্ড বইয়ের সকল কবিতার উৎস, কবি পরিচিতি আর গল্প, পটভূমি এবং কোন কবিতা কোন ছন্দে রচিত এসব একদম মুখস্ত রাখতে হবে। গল্পের মূল অংশগুলো মার্কিন করে পড়লে মনে রাখা সহজ হবে। কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়।
বিখ্যাত অনুবাদ গল্প নাটক, অনুবাদ বইয়ের নাম, অনুবাদকের নাম এগুলো সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করতে হবে। বাংলা সাহিত্যের নামকরা কবি ও সাহিত্যিকের জীবনী, তাদের কাজ, কর্মজীবন এবং অবদান এগুলো থেকে প্রশ্ন থাকে। তাই এসব বিষয় সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে হবে বিশেষ করে নোবেল বিজয়ী কবি সাহিত্যিকদের নাম অবশ্যই মনে রাখতে হবে।

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়ার সহজ হবে ইংরেজি বিষয়ের প্রস্তুতি

বাংলাদেশের প্রত্যেক ছাত্রের ইংরাজি ভীতি রয়েছে। বাংলা মিডিয়ামে পড়া এমন ছাত্র খুঁজে পাওয়া দুর্লভ যাদের ইংরেজি ভীতি নাই। খুব সিম্পল কিছু বিষয় যথাযথভাবে পড়লে ইংরেজি ভীতি দূর হয়ে যাবে আশা করা যায়। বিশেষ করে Noun, Adjective, Adverb, verb, Preposition, Articles এগুলো খুব ভালোভাবে পড়তে হবে।
Voice change, Mood, Infinitive, Change to simple, Compound and complex, gerund, Idioms and phrases, Correct word, Synonym and Antonym, Participle, Right form of verbs, Vocabulary এই সব কিছু পড়লেই প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার ইংরেজি প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় যে একই প্রশ্ন ঘুরেফিরে বারবার আসে তাই পূর্বের প্রশ্নের ধারণা অনুযায়ী পড়তে হবে।এছাড়া ইংরেজি গ্রামার মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক আছে। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে থেকে ইংরেজি গ্রামারের এই টেকনিক গুলো আয়ত্ব করলে মনে রাখা সহজ হয়ে যাবে।
ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত কবি সাহিত্যিকের নাম কবিতা গল্পগ্রন্থের নাটক আগে যুগ মধ্যযুগ নোবেল বিজয়ী কবি সাহিত্যিকের নাম ইত্যাদি বিষয়গুলো মনে রাখতে হবে। ইংরেজি গ্রামারের ব্যতিক্রম এবং খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। Sentence, Parts of Speech, Tense, voice, Narration, Gender, Synonym and antonym, participle এবং বিশেষ ধরনের কিছু Translation ইত্যাদি বিষয়গুলো গুরুত্বসহকারে পড়তে হবে।
কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে গণিত বিষয়ের প্রস্তুতি
সরকারি চাকরি পরীক্ষার প্রতিযোগিতার টিকার জন্য গণিতে ভালো করতে হবে। একজন পরীক্ষার্থী চাইলে গণিতের সব প্রশ্নের সুন্দরভাবে সঠিক উত্তর দিয়ে ফুল মার্কস পেতে পারে। আর এর জন্য অবশ্যই ওই পরীক্ষার্থীকে গণিতের ওপর দক্ষ এবং পাকা হতে হবে।
পাটিগণিতের প্রস্তুতি
চতুর্থ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিত বই সংগ্রহ করে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এটা সকল ধরনের চাকরির জন্যই প্রয়োজন। বিগত প্রশ্নগুলো এনাইসিস করলে দেখা যায় যে কিছু অধ্যায়ের গণিত প্রশ্নপত্রে ঘুরেফিরে আসে। পাটিগণিত থেকে লাভ - ক্ষতি, পিতা-পুত্র, সুদ কষা, মাতা-কন্যা, অনুপাত সমানুপাত লসাগু গসাগু, সংখ্যার ধারণা, ঐকিক নিয়ম, , সময়ও গতিবেগ, গড়, ভগ্নাংশ, ধারা, দূরত্ব এবং মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে।
বীজগণিতের প্রস্তুতি
বীজগণিত ও রাশির যোগ, বিয়োগ, গু্ন, ভাগ, সূত্রের প্রয়োগ ও সূত্রাবলী প্রমান, সরল সমীকরন, উৎপাদকের বিশ্লেষণ এবং মান নির্ণয় থেকে বিভিন্ন প্রশ্ন আসে।
জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, বৃত্ত, সামান্তরিক এবং জ্যামিতির খুঁটিনাটি বিষয় থেকে প্রশ্ন আসে।
উপরে উল্লেখিত নির্দিষ্ট অধ্যায়ের অংক গুলো নিয়মিত প্র্যাকটিস করলে প্রশ্নপত্রের অংক গুলো কমন পাওয়া যাবে। বইয়ের অংক গুলো হুবহু আসে এবং খুব কম সময় দেখা যায় যে সংখ্যা পরিবর্তন করে আসে। এছাড়া বইয়ের অনুশীলনের পাশাপাশি উদাহরণের অংক গুলো ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। এছাড়া চাকরির পরীক্ষার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর জন্য বাজার থেকে কিছু ভালো ম্যাথ বই কিনে practice করা যেতে পারে।

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়ার সহজ হবে সাধারণ জ্ঞান বিষয়ের প্রস্তুতি

সাম্প্রতিক বিষয়াবলীর উপর এবং চলমান ঘটনাকে কেন্দ্র করে সাধারণত সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। সাধারণ জ্ঞানের কোন নির্দিষ্ট সিলেবাস নেই। আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জ্ঞান সিন্ধু, মেদি জ্ঞানকোষ এগুলো যে কোন একটি বই কিনে ভালোভাবে পড়তে হবে এবং এর পাশাপাশি প্রতি মাসের কারেন্ট ওয়ার্ল্ড এবং দেশ-বিদেশের সাম্প্রতিক তথ্যগুলো জানতে হবে। এছাড়া প্রতিদিনের খবর জানতে প্রতিদিনের বাংলা এবং ইংরেজি খবরের কাগজ পড়তে হবে।
পরিশেষে বলা যায় যে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকতে হবে। এমন এক সময় ছিল যখন মানুষ সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতেই বেশি প্রাধান্য দিত। কিন্তু বর্তমানে বেসরকারি চাকরির নানা জটিলতা এবং প্যারার কারণে মানুষ সরকারি চাকরির প্রতি ঝুঁকে পড়েছে।
ফলে দিন দিন সরকারি চাকরির প্রতিযোগীর সংখ্যাও বাড়ছে।সরকারি চাকরি পরীক্ষার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের কৌশল এবং পন্থা অবলম্বন করতে হবে। এই আর্টিকেলটিতে কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে সে ব্যাপারে তুলে ধরা হয়েছে।

লেখক এর মন্তব্য

উপরের আলোচনা গুলো যথাযথভাবে অনুসরণ করলে আশা করি সরকারি চাকরি পাওয়া আপনার জন্য সহজ হবে এছাড়া বেসরকারি চাকরির ক্ষেত্রেও আপনি অনেকের তুলনায় এগিয়ে থাকবেন। কঠোর শ্রম, অধ্যবস্যায় এবং নিয়মিত প্র্যাকটিস করলেই আপনি সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।
এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পোস্টটি পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ। এরকম তথ্যবহুল ও আপনার কাছে ভালো লাগা পোস্ট পেতে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন, কমেন্ট বক্সে আপনার মতামত দিন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে পড়ার সুযোগ করে দেন।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url