ছাদ বাগানের উপকারিতা
বর্তমানে ছাদ বাগান মানুষের কাছে খুব পছন্দনীয় হয়ে উঠেছে। ছাদ বাগানের উপকারিতা অনেক। আমরা আজকের এই কনটেন্টটিতে ছাদ বাগানের উপকারিতা এবং ছাদ বাগানের কাজ কি এসব সম্পর্কে জানব। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন কারণে বন জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে। আর মানুষ প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে দালান কোঠা তৈরি করায় ব্যস্ত।
গাছপালা কমে যাওয়ার কারণে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর মানুষের গাছপালা লাগানোর জন্য অতিরিক্ত জায়গার পরিমাণও কমে যাচ্ছে। কিন্তু ছাদ তো ফাঁকাই থাকে। আরে ফাঁকা ছাদে ছাদবাগান তৈরি করার মাধ্যমে মানুষ টাটকা শাকসবজি ফলমূল আহরণ করতে পারছে। যার ফলে বর্তমানে ছাদ বাগানের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
ভূমিকা
ছাদ বাগানের উপকারিতা অনেক রয়েছে। এক ব্যক্তি ১৯৭৮ সালে প্রথম ছাদ বাগান করেছিলেন। ধারণা করা হয় এরপর থেকেই ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে মানুষ অবগত হয়েছে এবং ছাদ বাগান তৈরি করার বিস্তার লাভ ঘটেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছাদ বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে।
ছাদ বাগানের উপকারিতা
অনেকেরই প্রিয় শখ হিসাবে বাগান করাকেই বেশি পছন্দ করে। আরে শখের বসবতী হয়ে অনেকেই ছাদে বাগান করে থাকে। ছাদ বাগানের উপকারিতা ও অনেক রয়েছে। নিচে ছাদ বাগানের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলোঃ
অক্সিজেন বৃদ্ধিঃ ছাদ বাগানের উপকারিতার মধ্যে সবার প্রথমে যেটি মাথায় আসে সেটি হল অক্সিজেন বৃদ্ধি। বর্তমানে মানুষ নিজেদের প্রয়োজনে বন জঙ্গল গাছপালা কেটে পরিষ্কার করে কলকারখানা ঘর বাড়ি তৈরি করছে। যার ফলে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। আর এই অক্সিজেনের ঘাটতি পূরণ করতে ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম।
টাটকা শাকসবজি এবং ফল মূলঃ বর্তমান বাজারে ফরমালিন ছাড়া বিশুদ্ধ ফল মূল পাওয়া খুব কষ্টকর ব্যাপার। আর এই রাসায়নিক সার এবং ফরমালিনযুক্ত শাকসবজি এবং ফলমূল খেয়ে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে। ছাদবাগান করার ফলে আমরা নিজেদের বাড়িতে টাটকা শাকসবজি এবং ফলমূল উৎপাদন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারজাত করতে পারি।
মানসিক শান্তিঃ সারাদিনের কর্মব্যস্ততার ফলে যখন ক্লান্তি বোধ হয় বা মেজাজ খিটখিটে থাকে এমন সময় ছাক বাগানে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। অনেক সময় পরিবারের ঝগড়া বিবাদের কারণেও মানুষিক অশান্তি লাগে এমন সময় কিছু সময় ছাদ বাগানে অতিবাহিত করলে মন সতেজ এবং ফুরফুরে হয়ে যায়।
সবুজ গাছপালা এবং চোখঃ সবুজ গাছপালা এবং চোখ যে একটি নিবিড় সম্পর্কে আবদ্ধ তা আমরা অনেকেই জানিনা। গ্রামের অনেক বয়স্ক লোকের চোখের কোন সমস্যা হয় না কিন্তু শহরের ছোট বাচ্চাদেরই চোখের অনেক সমস্যা হয়ে থাকে।
এই সমস্যা সমাধান করার জন্য ডাক্তাররা সবুজ গাছপালার দিকে তাকানোর পরামর্শ দিয়ে থাকে। আমাদের এই ইট পাটকেলের শহরে ছাদ হতে পারে আমাদের চোখের অন্যতম চিকিৎসা।
তাপমাত্রা কমাতেঃ সারাদিনের সূর্যে তাপ শোষণ করে রাতের বেলা ছাদ খুব গরম হয়ে যায়। যার ফলে রাতে ঘুমাতে আমাদের অনেক কষ্ট হয়। এই সমস্যা সমাধানের জন্য ছাদবাগান খুবই উপকারী। ছাদে বাগান থাকার কারণে সূর্যের আলো সরাসরি ছাদে পড়তে পারে না। যার ফলে ছাদ ঠান্ডা থাকে এবং ঘরের তাপমাত্রা ও কম থাকে এবং রাতে ভালো ঘুম হয়।
অর্থনৈতিক চাপ কমাতেঃ আমাদের দেশে বর্তমানে বাজারে শাকসবজির অনেক দাম। যার ফলে শাক সবজির পেছনে আমাদের মাসে অনেক টাকা খরচ হয়ে যায়। ছাদবাগানে এসব শাকসবজি উৎপাদনের ফলে আমরা সহজেই নিজের পরিবারের চাহিদা মেটাতে পারি।
শারীরিক সুস্থতাঃ ছাদ বাগান করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায় তেমনি ছাদ বাগানের পরিচর্যা করার মাধ্যমে আপনি শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকতে পারেন।
বিনোদনঃ ছাদবাগান বিনোদনের একটি অন্যতম সুন্দর জায়গা। অনেক সময় আমরা বিনোদনের জন্য বিভিন্ন পার্কে ঘুরতে যায়। ছাদ বাগান আমাদের এই বিনোদনের চাহিদা পূরণ করতে পারে।
প্রকৃতি ও পাখিঃ গাছপালা এবং বন জঙ্গল কমে যাওয়ার কারণে পাখি তাদের আবাসস্থল হারিয়েছে। আপনার এই ছাদ বাগানে হতে পারে পাখির আশ্রয়স্থল। ছাদ বাগানের মাধ্যমে যেমন পাখি তার বাসস্থান খুঁজে পাবে তেমনি আপনিও তাদের মনোমুগ্ধকর কলরবে পরম শান্তি অনুভব করতে পারবেন।
ছাদ বাগানের কাজ কি
ছাদ বাগানের কাজ কি? এমন প্রশ্ন অনেকের মনে হতে পারে। নিচে ছাদ বাগানের কাজ সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ
ছাদ বাগানের এর অন্যতম প্রধান কাজ হল বাতাস থেকে তাপ অপসারণ করে ছাদ এবং এর আশেপাশের বাতাসে তাপমাত্রা কমায়। ছাদে ছায়া প্রদান করে। সবুজ ছাদ বৃষ্টির পানি শোষণ করে বন্যার ঝুঁকি কমায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ছাদ বাগান ভূপৃষ্ঠের তাপমাত্রা কমায় এবং বাষ্পীভবনের মাধ্যমে আশেপাশের অঞ্চলকেও শীতল করে রাখে।
এছাড়াও ছাদ বাগান কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন মুক্ত করে। পাশাপাশি শহর অঞ্চলের পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীদের আবাসস্থল প্রদান করে বায়ুর গুণগত মান উন্নত রাখতে অবদান রাখে এই ছাদ বাগান।
ছাদ বাগানের গুরুত্ব
- টাটকা শাকসবজি এবং ফলমূল পাওয়ার জন্য।
- পরিবারে চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা যায়।
- অবসর সময় কাটানোর একটি উত্তম জায়গা হল ছাদ বাগান।
- কর্মসংস্থানের একটি মাধ্যমও হতে পারে এই ছাদ বাগান।
- আমাদের আশেপাশের পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম।
- গ্রিন হাউজ প্রতিক্রিয়ার হাত থেকে রক্ষা পেতে ছাদ বাগানের গুরুত্ব রয়েছে।
- ছাদের ইনসুলেশনের জন্য ছাদ বাগান ভুমিকা রাখে।
- আমাদের বিল্ডিং তৈরি করতে যতটুকু জমি নষ্ট হয় তা পুষিয়ে নিতে ছাদ বাগানের গুরুত্ব রয়েছে।
- শিশু এবং বয়স্ক লোকদের বিনোদনের জন্য ছাদ বাগান উত্তম জায়গা হতে পারে।
ছাদ বাগানের টব
ছাদ বাগানের টব বাছাই এর ক্ষেত্রে আমি মাটির টব ভালো মনে করি। কিন্তু মাটির টব অনেক ভারী হওয়ার কারণে এটি বহন করতে অসুবিধা হয়। এছাড়াও এর পরিবহন খরচ অনেক বেশি আর সব জায়গাতে পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় তাহলে অনেক দাম বেশি হয় আর এতে অনেক শ্যাওলা এবং কেঁচো শামুকের আবাসস্থল হয়ে ওঠে।
এসব কারণে মানুষ এখন মাটির টবের বদলে প্লাস্টিকের টব, জিও ব্যাগ ইত্যাদি ব্যবহার করে থাকে। কিন্তু প্লাস্টিকের টব ব্যবহারের কারণে পরিবেশ দূষিত হয় এবং এটি খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর জিও ব্যাগ অনেক বেশি পানি শোষণ করে।
ছাদ বাগানের উপকরণ
বর্তমান সময়ের জন্য ছাদ বাগানের উপকারিতা অনেক রয়েছে। কিন্তু এই ছাদ বাগান করার জন্য কিছু উপকরণ প্রয়োজন। ছাদ বাগানের উপকরণ সমূহ নিচে দেওয়া হলঃ
- ছাদ বাগান করার জন্য অবশ্যই একটি ফাঁকা এবং মজবুত ছাদ প্রয়োজন।
- ছাদে গাছ লাগানোর জন্য হাফ ড্রাম, সিমেন্ট বা মাটির তৈরি টব, স্টিল বা প্লাস্টিকের ট্রে প্রয়োজন।
- দোআঁশ মাটি, পচা শুকনো গোবর ও কম্পোস্ট সার, বালু বা ইটের খোয়া ইত্যাদি প্রয়োজন।
- সিকেচার, কোদাল, কাচি, ঝরনা, বালতি, করাত, খুরপি এবং স্প্রে মেশিন ইত্যাদি প্রয়োজন।
ছাদ কৃষি চাষ পদ্ধতি
ছাদ বাগান তৈরি করার জন্য চাষ পদ্ধতি জানা খুবই গুরুত্বপূর্ণ। ছাদ কৃষি চাষ পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ
প্রথমে হাফ ড্রাম বা মাটির টবে দোআঁশ মাটি নিতে হবে। হাফ ড্রাম বা মাটির টবের তলদেশে ১ ইঞ্চি ব্যাসের ৬ থেকে ৭ টি ছিদ্র করতে হবে। এই ছিদ্র গুলোর উপরে টবের মাটির ভাঙ্গা অংশগুলো লাগিয়ে দিতে হবে। ড্রামের তলদেশে এক থেকে দেড় ইঞ্চি পুরো করে ইটের ভাঙ্গা টুকরো ছড়িয়ে দিতে হবে এবং তার ওপরে বালি ছিটিয়ে ইটের ভাঙ্গা টুকরো গুলো ঢেকে দিতে হবে।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক উপরের আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই অবগত হয়েছেন ছাদ বাগানের উপকারিতা এবং ছাদে বাগান করার পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে। ছাদ বাগান আমাদের বাড়িতে শুধু ঠান্ডা রাখে তা নয় এটি আমাদের বাড়িতে সুন্দর করে তোলে।
এতক্ষণ ধরে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এইরকম তথ্যপূর্ণ এবং আপনার কাছে ভালো লাগা আরো অনেক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি বেশি বেশি ভিজিট করুন, এবং শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত বন্ধুদের পড়ার সুযোগ করে দিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url